ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৪০ দিনের কাজ পেলেন ১০ হাজার শ্রমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
লালমনিরহাটে ৪০ দিনের কাজ পেলেন ১০ হাজার শ্রমিক কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের জন্য কাজের সুযোগ পেলেন ১০ হাজার শ্রমিক।

লালমনিরহাট: দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের জন্য কাজের সুযোগ পেলেন লালমনিরহাটের প্রায় ১০ হাজার শ্রমিক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

উদ্বোধন শেষে শ্রমিকরা কাজ শুরু করেছেন।

শ্রমিকরা এক একটি দলে অন্তর্ভুক্ত হয়ে নিদিষ্ট প্রকল্পের আওতায় রাস্তাঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করছেন। এতে সাধারণ শ্রমিকরা দৈনিক ২০০ টাকা ও দল নেতা ২৫০ টাকা হারে মজুরি পাবেন। শ্রমিকরা নিজ নামে ব্যাংক হিসাব নম্বরে চেকের মাধ্যমে সপ্তাহে একদিন মজুরি উত্তোলন করতে পারবেন। সরকারি কর্মদিবসে সপ্তাহে একদিন তাদের ছুটি থাকবে। তবে ছুটির দিনে মজুরি পাবেন না। শুরু থেকে মোট ৪০ দিন কাজ করে একজন সাধারণ শ্রমিক ৮ হাজার টাকা এবং দল নেতারা ১০ হাজার টাকা আয় করতে পারবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার সুজা উদ দৌলা বাংলানিউজকে জানান, চলতি বছরে লালমনিরহাটের ৫টি উপজেলায় মোট ৯ হাজার ২৪৬ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পে কাজে সুযোগ পেয়েছেন। যার মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১ হাজার ৯৩২ জন, আদিতমারীতে ১ হাজার ৮২২ জন, কালীগঞ্জে ১ হাজার ৯৫২ জন, হাতীবান্ধায় ২ হাজার ১১ জন ও পাটগ্রাম উপজেলার ১ হাজার ৫২৯ জন দরিদ্র পরিবারের শ্রমিক রয়েছেন।

কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক, ইউপি সদস্য আব্দুল মজিদ ও ফারুক মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ