মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ।
উদ্বোধন শেষে শ্রমিকরা কাজ শুরু করেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার সুজা উদ দৌলা বাংলানিউজকে জানান, চলতি বছরে লালমনিরহাটের ৫টি উপজেলায় মোট ৯ হাজার ২৪৬ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পে কাজে সুযোগ পেয়েছেন। যার মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১ হাজার ৯৩২ জন, আদিতমারীতে ১ হাজার ৮২২ জন, কালীগঞ্জে ১ হাজার ৯৫২ জন, হাতীবান্ধায় ২ হাজার ১১ জন ও পাটগ্রাম উপজেলার ১ হাজার ৫২৯ জন দরিদ্র পরিবারের শ্রমিক রয়েছেন।
কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক, ইউপি সদস্য আব্দুল মজিদ ও ফারুক মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/