মহাদেবপুর উপজেলার পশ্চিম গোসাইপুর গ্রামের এরশাদ মণ্ডল বাংলানিউজকে জানান, নদীর দু’পাশে শত শত হেক্টর জমিতে শীতকালীন সবজি, আলু, গম, আখ, তরমুজসহ বিভিন্ন ফসল চাষ হতো। কিন্তু রবি মৌসুমের শুরুতেই অনাকাঙ্ক্ষিতভাবে নদীর পানি শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে চাষিরা।
নওগাঁ নদী রক্ষা কমিটির সদস্য সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান বাংলানিউজকে জানান, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে মাটির নিচের ইকোলজিক্যাল সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। আবার বছরের পর বছর নদী খনন না করাসহ বেশ কিছু কারণে নদী স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/