ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রহনপুরে নির্মাণাধীন নতুন রেলপথে পুরাতন স্লিপার ব্যবহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রহনপুরে নির্মাণাধীন নতুন রেলপথে পুরাতন স্লিপার ব্যবহার রহনপুরে নির্মাণাধীন নতুন রেলপথে পুরাতন স্লিপার ব্যবহার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে নির্মাণাধীন একটি ইয়ার্ডে রেলপথ বসানোর কাজে পুরাতন স্লিপার ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত পণ্য পরিবহনে রেললাইন স্বল্পতার কারণে ইয়ার্ড বৃদ্ধির লক্ষ্যে রেল কর্তৃপক্ষ রহনপুর রেল স্টেশনে একটি নতুন লাইন স্থাপনের কাজ সম্প্রতি শুরু করেছে। শুরুতেই রেলপথে পুরাতন স্লিপার ব্যবহারের বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়।  

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি দুলাল হোসেন বাংলানিউজকে জানান, রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের সরবরাহকৃত স্লিপার এ কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া এ কাজে আমরা শুধু জনবল সরবরাহ দিচ্ছি।  

রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজিম কাউসার বাংলানিউজকে জানান, সরবরাহকৃত স্লিপারগুলোর কার্যক্ষমতা ঠিক থাকায় তা ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে রহনপুর উন্নয়ন আন্দোলন ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ বাংলানিউজকে জানান, বিষয়টি আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ