ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে পানিতে ডুবে প্রতিবন্ধী নারী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ধুনটে পানিতে ডুবে প্রতিবন্ধী নারী নিখোঁজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাপসি খাতুন (২৮) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ তাপসি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বগা খোকশাবাড়ি গ্রামের হবিবর রহমানের মেয়ে।
 
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরের পর বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।

 
 
বিকেলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর খোঁজ মেলেনি। এছাড়া পুকুর কচুরিপানিতে ঢেকে থাকায় উদ্ধার তৎপরতায় বেশ সমস্যা হচ্ছে বলেও জানান ওসি মিজানুর রহমান।
 
স্থানীয়রা জানান, তাপসি খাতুন জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। পারিবারের লোকজন তার দেখাশোনা করতেন। কিন্তু ঘটনার সময় স্বজনরা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি একাই গোসল করতে বাড়ির পাশে পুকুরে নামেন। এসময় অসাবধানবশত পানিতে ডুবে নিখোঁজ হন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।