ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি সাইকেল র‌্যালি

পঞ্চগড়: পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি করেছে পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর) নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানে সরকারি অডিটোরিয়ামে র‌্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল।

তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের পৃষ্ঠপোষকতা এবং রেড ক্যাফের সহযোগিতায় সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম ও বিজনেস মিডিয়ার মালিক কুদরত ই খোদা মুন।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মকবুলার রহমান সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

পরে পিসিআর-এর সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কলেজ চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান রেজিয়া ইসলাম।

র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ২০০ শিক্ষার্থী নিজ নিজ সাইকেল নিয়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।