ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে চোর‍াই তেল সরবরাহের অভিযোগে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বরিশালে চোর‍াই তেল সরবরাহের অভিযোগে আটক ১

বরিশাল: বরিশাল নগরে চোরাই পথে তেল সরবরাহের অভিযোগে সজল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরের কেডিসি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সজল ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, কীর্তনখোলা নদীতে নোঙ্গর করা পদ্মা ডিপোর একটি জাহাজ থেকে ট্রলার যোগে তেল চুরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে সজল নামে ওই যুবককে আটক করা
হলেও বাকিরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে প্রথমে ২ ও পরে আরও ৩ ড্রাম পেট্রোল জব্দ করা হয়।

তবে এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।