ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
কুড়িগ্রামে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাদেরের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মনোয়ারা ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী বলে জানা গেছে।

 

স্বামী আব্দুল জলিল বাংলানিউজকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর এলাকায় এক ভগ্নিপতির জানাজা শেষে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে তিনিসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে হাসনাবাদ এলাকার কাদেরের মাঠ সংলগ্ন রাস্তায় অসাবধানবসত অটোরিকশা থেকে নিচে পড়ে যায় স্ত্রী মনোয়ারা বেগম। এসময় গলায় থাকা ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গলা কেটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।