শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শেখ রাসেল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, সদস্য মো. ইসমাইল ও কল্যান তঞ্চাঙ্গ্যা।
ইউএনও তারিকুল আলম বাংলানিউজকে জানান, শীতকালে ধান কাটার পর গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা মাঠে ঘুড়ি উড়াতো। কার ঘুড়ি কত উপরে যাবে সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেতো। সভ্যতার বির্বতনের ফলে এখন আগের মতো গ্রামাঞ্চলে সেই ঘুড়ি উড়া চোখে পড়ে না। জনসংখ্যা বৃদ্ধির ফলে এখন খেলার মাঠ সংকোচিত হয়ে পড়েছে। তাই ছেলে-মেয়েরা এখন এসব গ্রামীণ খেলাধুলার পরির্বতে ব্যস্ত হয়ে পড়েছে মোবাইল গেমে। আর তাই ঘুড়ি উড়া প্রতিযোগিতার মাধ্যমে আজকের প্রজন্মকে শেখড়ের টানে ফেরানোর চেষ্টা হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টৰ ডিসেম্বর ১৫, ২০১৭
এসআরএস