ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
দাউদকান্দিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিদ্দিকুর রহমান (৭২) নামে এক মুক্তিযোদ্ধা মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দাউদকান্দি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান উপজেলার চারআনি হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, ৪৬তম বিজয় দিবসে দাউদকান্দি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এক পর্যায়ে মাঠেই ঢলে পড়েন সিদ্দিকুর রহমান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইয়াছিন বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।