ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
দিনাজপুরে মহান বিজয় দিবস উদযাপন দিনাজপুরে মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুর: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও চেহেলগাজী মাজার সংলগ্ন স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই শত শত মানুষের ঢল নামে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে।

সকালে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে প্রথমে ফুলেল তোড়া দিয়ে শ্রদ্ধা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

 

এরপর পর্যায়ক্রমে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রাশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে চেহেলগাজী মাজার সংলগ্ন স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাধন কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।  

অপর দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, দিনাজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন বিজয় দিবস উদযাপন করছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।