মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে আনুষ্ঠানিকতার শুরুতেই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য আত্মোৎস্বর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান নিবেদন করেন শ্রদ্ধার্ঘ্য।
পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান প্রমুখ।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ দলীয় নেতা-কর্মীরা।
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরাও। জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বেও শহীদদের প্রতি নিবেদন করা হয় প্রাণের শ্রদ্ধাঞ্জলি।
পুষ্পস্তবক অর্পণ শেষে ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার মধ্যে দিয়ে জাতি মহান বিজয় দিবস উদযাপন করছে। জঙ্গিবাদমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এ বিজয় দিবসের অঙ্গীকার।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএএএম/এইচএ/