ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
গফরগাঁওয়ে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

ময়মনসিংহ: তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই স্কুলছাত্র জসিম উদ্দিন (১৩) ও রিফাত মিয়াকে (১৪) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার স্থানীয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

পরে আহত জসিম রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ও রিফাত ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, বড় ভাই-ছোট ভাই নিয়ে ডাকাডাকির জেরে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত প্রথমে জসিমকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে জসিমের বন্ধু রিফাত এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

প্রান্তকে গ্রেফতারের চেষ্টা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।