ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ধুনটে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় এক সন্তানের জননী তানিয়ার (৩২) ঝুলন্ত ও পুকুরে পানিতে নিখোঁজ বুুদ্ধিপ্রতিবন্ধী তাপসী খাতুনের (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে ধুনট পৌরশহরের অফিসার পাড়ার ভাড়া বাসা ও ভান্ডারবাড়ী ইউনিয়নের বগা খোকশাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
বিকেলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পুকুরের পানিতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধী তাপসী খাতুনের মৃত্যু হয়েছে।

তবে তানিয়া খাতুনের মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুর উপজেলার আকরামপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমান তার স্ত্রী তানিয়া ও মেয়েকে নিয়ে ধুনট পৌরশহরের অফিসারপাড়া এলাকার ফরিদউদ্দিনের বাসায় ভাড়া থাকেন। ভাড়া বাসাতে স্ত্রী সন্তানকে রেখে মিজানুর রহমান বিদেশে অবস্থান করছেন।

শনিবার সকালে ওই বাসার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানিয়ার মরদেহ দেখতে পান স্বজনরা। ঘটনার সময়ে একমাত্র মেয়ে মুক্তা খাতুন পাশের চালাপাড়া গ্রামে নানার বাড়িতে ছিলো।

পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
 
অপরদিকে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বগা খোকশাবাড়ি গ্রামের হবিবর রহমানের প্রতিবন্ধী মেয়ে তাপসি খাতুন বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে শনিবার একই সময় ওই পুকুর থেকে তাপসী খাতুনের মরদেহ উদ্ধার করে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।