ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ-মিছিল বিক্ষোভ-মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করার প্রতিবাদ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ-মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- সাবেক জেল সুপার ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাবেক জেল সুপার ও মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাবেক জেল সুপার ও মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি, এটিএম শাহজাহান মানিক প্রমুখ।

মুক্তিযোদ্ধারা বলেন, চলতি বছরে অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেছেন যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গণি। প্রতিবাদে এ বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়েছে।

এ সময় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গনিকে অবাঞ্চিত ঘোষণা করে তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার দাবি জানান বক্তরা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।