ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুস্থদের মধ্যে কম্বল বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
দুস্থদের মধ্যে কম্বল বিতরণ  দুস্থদের মধ্যে বিতরণ তুলে দিচ্ছেন বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হাবিবুল্লাহ মিজান। ছবি: বাংলানিউজ

ঢাকা: মহান বিজয় দিবসে ধামরাই ও মানিকগঞ্জ জেলার কয়েকশ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বামরাবণ আদর্শ গ্রাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের মোকদমপাড়া, মোকদমপাড়া আদর্শ গ্রাম, বাছট এবং বৈলতলা গ্রামের দুস্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) শেখ নাজমুল আলমের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়েছে।

 

সাটুরিয়া উপজেলার বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজানের মাধ্যমে এসব কম্বল দুস্থদের মধ্যে বিতরণের জন্য পাঠাছেন নাজমুল আলম।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসজেএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।