জুতো নিক্ষেপ ও 'বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই' স্লোগানের মাধ্যমে ঘৃণাস্তম্ভটি উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ'র দৌহিত্র নবাব আলী হাসান আসকারী,'বিজয়' সংগঠনটির সভাপতি আবু নাসের মোহাম্মদ আজমী ও সাধারণ সম্পাদক তারেক রায়হান প্রমুখ।
ঢাবির প্রাক্তন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার বলেন, 'মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশে রাজাকাররা দেশের শত্রু। তাদের আমরা ঘৃণা করি। এদের প্রতিরোধ করতে হলে মানুষকে সচেতন করতে হবে। আর ঘৃণাস্তম্ভ মানুষকে সচেতন করারই একটা পদক্ষেপ।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসকেবি/এসএইচ