রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট সংশ্লিষ্টরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বাংলানিউজকে জানান, ফেরিঘাট এলাকায় ভোর থেকে ঢাকামুখী বাড়তি যানবাহনের চাপ রয়েছে।
অপরদিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে গতি কিছুটা কম। এতে ফেরির ট্রিপও কম হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি সাময়িকভাবে মেরামত কারখানায় থাকায় বাকি ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সবশেষ দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। যে কারণে অপেক্ষামান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআর