ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

মাদারীপুর: সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। ঘন কুয়াশার কারণে রোববার (১৭ ডিসেম্বর) ভোর পাঁচটা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করেই কুয়াশার মাত্রা বেড়ে যায়। ফলে পদ্মার নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে চলাচলরত ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হলে মাঝ পদ্মায় নোঙর করে রাখে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কাটলে ফেরি চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে।

ভাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রী নুরুজ্জামান ননি বলেন, সকাল সাড়ে ছয়টায় ঘাটে এসে পৌঁছাই। কিন্তু পদ্মার পুরো এলাকা তখন কুয়াশায় ঢাকা। গাড়ি লোড করে ফেরি ঘাটেই বসে ছিল। বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টার দিকে আমাদের ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছাড়ে।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এছাড়া যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট পরিবহনের বেশ চাপ দেখা গেছে ঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এজন্য ঘাটে কিছুটা যানজট রয়েছে। তবে তা সহনীয় পর্যায়ে আছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।