রোববার সকাল ১১টায় গাবতলীতে বিআরটিসির বাস ডিপো উদ্বোধন করেন মন্ত্রী। পরে বক্তৃতার মঞ্চে গেলেও ৪টি চেয়ার রেখে বাকিগুলো নামিয়ে দেন।
একটি চেয়ারে মন্ত্রী নিজে বসেন। দুপাশের দুটি চেয়ারে মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিসি চেয়ারম্যানকে বসতে দেন। পরে এসে আরেকটি চেয়ারে বসেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৪) আসলামুল হক।
তবে এমপি আসতে দেরি করায় মন্ত্রী তার বক্তব্য দিয়ে চলে যান।
বক্তব্য শেষে স্থানীয় এমপিকে তিনি বলেন, অনুষ্ঠানে আসতে দেরি করো কেনো।
মন্ত্রীর বক্তব্য চলাকালে স্থানীয় একজন নারী কাউন্সিলর মঞ্চে গিয়ে বসতে উঁকি ঝুঁকি দিলেও তাকে মঞ্চে তোলা হয় নি।
এসময় বক্তব্যে মন্ত্রী বলেন, বিআরটিসির দুর্নীতি ও অনিয়ম পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। বিআরটিসির বর্তমান নতুন চেয়ারম্যান চেষ্টা করছেন, আর মন্ত্রণালয়ের নতুন সচিবও দুর্নীতি থেকে মুক্ত।
ভাঙা রেকর্ড বাজাবেন না: বিএনপিকে কাদের
মন্ত্রীকে পেয়ে বকেয়া বেতনের দাবি বিআরটিসি চালকদের
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসএ/জেডএম