ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর ক্ষিতিশ সরদারকান্দি গ্রামের জব্বার ঢালীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়ির ভবনের চিলেকোঠার টিন কেটে ১২-১৫ জনের ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে।

এসময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে চলে যায়।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভদ্রাসন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা বাংলানিউজকে জানান, ডাকাতদের ধরতে পুলিশের টিম মাঠে নেমেছে।

গত বছর এ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। সে সময় ডাকাত দল জব্বার ঢালী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। জব্বার ঢালীর দু’ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।