ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে সালিশে সাবেক মেম্বার খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মহেশখালীতে সালিশে সাবেক মেম্বার খুন মোহাম্মদ ইসমাইল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে গ্রাম্য সালিশে তুচ্ছ ঘটনার জের ধরে মোহাম্মদ ইসমাইল নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে (মেম্বার) মারপিটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোজাম্মেল নামের এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে। ইসমাইল ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

আর অভিযুক্ত মোজাম্মেল তার ভাগিনা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে তা জানা যাচ্ছে না। তবে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইসমাইলের ভাগিনা মোজাম্মেলকে আটক করেছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে।  

ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী বাংলানিউজকে জানান, পুলিশ মোজাম্মেল নামে যে জামায়াতকর্মীকে আটক করেছে- তার হাতেই সাবেক মেম্বার ইসমাইল খুন হয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসমাইল ও মোজাম্মেলের পারিবারিক বিরোধ নিয়ে চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাড়িতে সালিশি বৈঠক শুরু হয়। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।  

এসময় স্পর্শকাতর অঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন ইসমাইল। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সাবেক এই মেম্বারকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।