ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে কাভার্ড ভ্যান চাপায় কলেজ কর্মচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বুড়িচংয়ে কাভার্ড ভ্যান চাপায় কলেজ কর্মচারী নিহত রাস্তায় পড়ে আছে সেলিম মিয়ার মরদেহ ও মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় সেলিম মিয়া নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কর্মচারী (মালি)।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়নামতি এলাকার হরিনধরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সেলিম মিয়া বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মৃত. আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল কলেজে যাওয়ার পথে হরিনধরা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব বাংলানিউজকে জানান, বেপরোয়া কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।