রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কারখানার দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করে পরিবেশের ক্ষতি ও অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানার জেনারেটর স্থাপন ও কারখানা পরিচালনা করার দায়ে পাঁচটি কারখানাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কারখানাগুলো হলো- নিহাল অ্যান্ড সিতাব কার্গো সাভিস লিমিটেডকে ৫ লাখ টাকা, ট্যাট ফাইরজিপার কোং লিমিটেডকে ৩ লাখ ৫০ হাজার টাকা, লাজিম অ্যাপারেলস লিমিটেডকে (কাকাডো ট্রেডিং বাংলাদেশ লিমিটেড) ২ লাখ টাকা, গ্রিন কোল্ড প্রোডাক্টস/গুলিস্তা অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডকে এক লাখ টাকা ও কেম হাউস ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরএস/জেডএস