রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা শিক্ষা কর্মকর্তাকে তিনি এ নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. লোকমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান হালুয়াঘাটের তেলিখালি নদীতে বাঁধ দেওয়ারও নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএএএম/জেডএস