রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ ফ্যালকন হলে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জয় ভগবান সিং যাদব।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারত ও রাশিয়ার ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সংবর্ধনাকালে বিমান বাহিনী প্রধান ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদেরকে স্মারক উপহার দেন। তাদের পক্ষ থেকেও বিমান বাহিনী প্রধানকে স্মারক উপহার দেওয়া হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসে ভারত ও রাশিয়ার প্রতিনিধি দল দু’টি। সফরকালে তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এইচএ/