রোববার (১৭ ডিসেম্বর) দিনগত রাত দশটা থেকে বন্ধ থাকা ফেরি চলাচল শুরু হয় রাত ২টায়। এ সময় মাঝ পদ্মায় আটকে ছিল ৫টি ফেরি।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, রোববার রাতে পদ্মায় হঠাৎ কুয়াশা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত দশটায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে রাত ২টা থেকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির বেশ চাপ রয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ফেরি চলাচল রাতেই স্বাভাবিক হয়েছে। সকালে কোনো কুয়াশা নেই। তবে ঘাটে যানজট রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএস