ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে পটকা ফুটে কনস্টেবল আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে পটকা ফুটে কনস্টেবল আহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ উপজেলার মডেল থানা প্রাঙ্গণে পটকা ফুটে তাজুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়েছেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।  

কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসএম মেহদী হাসান বাংলানিউজকে বলেন, প্রতিবছর বিজয় দিবসে তোপধ্বনি দেওয়ার জন্য থানা প্রাঙ্গণে পটকা ফোটানো হয়।

গত বছরের কিছু পটকা রয়ে গেলে সেগুলো ঝাড়ুদারকে নির্দিষ্ট স্থানে ফেলতে দেওয়া হয়। সকালে কনস্টেবল তাজুল সেগুলো দেখার সময় একটি পটকা ফেটে যায়। এসময় তিনি আহত হন। তাজুলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।