সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে শহরের সুলতানপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ত্রি-পিস ও থান কাপড় একটি সাদা রংয়ের মারইক্রোবাসে ভর্তি করা হয়।
পরে ভোর ৬টার দিকে গাড়িটি সুলতানপুর ক্লাবের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ওই গাড়ি থেকে ১৮ গাইড থ্রি পিস ও বিপুল পরিমাণ থান কাপড় জব্দ করে। তবে মাইক্রোবাসটির চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের গণসংযোগ কর্মকর্তা সুবেদার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া মাইক্রোবাসসহ থ্রি পিস-থান কাপড় ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়েছে।
জব্দ হওয়া মালামালের পরিমাণ ও বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জিপি