সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১ নম্বরমুখী সড়কে এ অভিযান শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
অভিযানের শুরুতেই মিরপুর ১০ নম্বরের ১ নম্বর সড়কের ১৩ নম্বর আবাসিক বাড়িতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় বাড়িটির মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, আরও কয়েকটি ভবনের সম্মুখের বাড়তি অংশ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানকালে।
অভিযান পরিচালনা করছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। তার সঙ্গে রয়েছেন রাজউকের অঞ্চল-৩ এর অথোরাইজড অফিসার মোবারক হোসেন, সহকারী অথোরাইজড অফিসার ইলিয়াস হোসেন, প্রধান নির্বাহী পরিদর্শক মশিউর রহমান প্রমুখ। অভিযানে সহায়তায় রয়েছেন পুলিশের বেশ কিছু কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা ও বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জিএমএম/এইচএ/