ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
নারায়ণগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বহুমুখি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী লিফলেট, নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১১।  

সংবাদ সম্মেলনে র‍্যাব ১১ এর এএসপি শাকিল আহমেদ জানান, কামরুল ইসলাম নামে এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে র‍্যাব অনুসন্ধান চালিয়ে দেখে অভিযোগ সাজানো।

পরে খোঁজ খবর নিয়ে জানা যায় তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।  

তিনি বলেন, রোববার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বরিশালের কলাপাড়া এলাকার কামরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদর উপজেলার আল আমিন (২০), মাদারীপুরের কালকিনী এলাকার রুবেল হাওলাদার (২২), কুমিল্লার দাউদকান্দি এলাকার মোতালেব হোসেন (৪৮)।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান উগ্রবাদী লিফলেট, বিপুল সংখ্যক ইয়াবা, নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির সরঞ্জাম, নকল ইয়াবা তৈরিতে ব্যবহৃত ৩৩৫০টি ট্যাবলেট।  

তারা বিভিন্ন মসজিদে এসব লিফলেট ও মাদক রেখে ইমাম মুয়াজ্জিনকে জড়িয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অবৈধভাবে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পায়তারা করছিলো। সে লক্ষ্যে একটি মসজিদে এসব লিফলেট লুকায় তারা। একই সঙ্গে তারা জঙ্গি সংক্রান্ত লিফলেট তৈরি করে বিভিন্ন মসজিদে রেখে সমাজে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছিলো বলে জানান র‍্যাবের এএসপি।    

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বিএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।