ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ধামরাইয়ে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৬ ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগীসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাহিদ মিয়া (৩২), মো. লিটন মিয়া (৩০), মোশারফ হোসেন (৪৫), রোগী দুদু মিয়া (৬০). মানিক (৬৫) ও আছমা (৩০)।

তাদের বাড়ি ধামরাই উপজেলার বাথুলী এলাকায়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে বাথুলী থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথে ঢুলিভিটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে রোগীসহ অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে সেফলাইফ ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।