সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জামালদি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শান্ত, মিজান, শাকিল ও জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিপন ও স্থানীয় মো. আমিরুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রান বন্ধু বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরবি/