ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে তিন নারীসহ চারজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তারা ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলো।

নিহতরা হলেন- শেফালী বেগম (৪০) ইসমত আরা (২৮) নাজনিন বেগম (২৫) ও আব্দুর রহিম (২৭)। এ ঘটনায় ইমরান (২৮) নামে এক শ্রমিক ৩০ শতাংশ বার্ন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে বিষয় নিশ্চিত করেন।  

তিনি বলেন, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) গাজীপুর কালিকৈর এলাকায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় পাঁচ শ্রমিককে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করা হয়।

ওইদিন মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থয় শেফালী নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পরে শনিবার (১৬ ডিসেম্বর) আবদুর রহিম, রোববার (১৭ ডিসেম্বর) রাতে নাজনিন বেগম এবং সোমবার সকালে ইসমত আরা নামে আরও নারী শ্রমিকে মৃত্যু হয়। নিহতদের মধ্যে নাজনিন বেগম ও আব্দুর রহিম স্বামী-স্ত্রী বলে জানা যায়।

নিহত চারজনের শরীরের ৬০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গেছে বলেও জানান ডা. পার্থ শংকর পাল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধসহ আহত হন কমপক্ষে ১০ থেকে ১২ জন। এর মধ্যে পাঁচ শ্রমিককে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।