সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৃথক ৩টি অভিযানে এসব মাদকদ্রব্য আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তের রঘুনাথপুর মাঠে বস্তার মধ্য থেকে ৭১ কেজি গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআঁচড়া নামক স্থান থেকে একটি কাভার্ডভ্যানে (নম্বর-যশোর-ড-১১-০৩৯) তল্লাশি করে ১২শ’ বোতল ফেনসিডিল জব্দ করে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গাড়ি চালক গদখালী কাশিয়ানী গ্রামের আবু বক্কারের ছেলে জাকির হোসেন ও হেলপার ঝিকরগাছা কৃষ্ণনগরের মৃত ইব্রাহীম গাজির ছেলে সজল হোসেনকে আটক করা হয়।
এদিকে, পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বাংলানিউজকে জানান, সীমান্ত অতিক্রম করার সময় ধাওয়া করে ৪১০ বোতল ফেনসিডিলসহ লিয়াকত হোসেন নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। লিয়াকত পুটখালীর বারোপোতা গ্রামের রুস্তম আলী ছেলে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মূলে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এজেডএইচ/এসআরএস