সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সজিব ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধীতপুর এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রাজেন্দ্রপুর এলাকার এনএজেড পোশাক কারখানার অপারেটর ছিলেন।
গ্রেফতাররা হলেন- রাজেন্দ্রপুর এলাকার হোসেন আলীর ছেলে ইজাদুর (২১) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল বাশার (২৫)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান বাংলানিউজকে জানান, সজিব গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় তার চাচাতো ভাই মোস্তাফিজের বাসায় থেকে এনএজেড পোশাক কারখানার অপারেটর হিসেবে চাকরি করতো। গত ২৪ নভেম্বর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সজিব। পরে ২৮ নভেম্বর তার চাচাতো ভাই জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।
গত ১৩ ডিসেম্বর মোবাইল ফোনে মোস্তাফিজের কাছে অপহরণকারীরা সজিবের মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া হয়। এক পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে রোববার (১৭ ডিসেম্বর) অপহরণকারী ইজাদুর ও আবুল বাশারকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য মতে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীরচালা এলাকার গজারীবন থেকে সজিবের কঙ্কাল উদ্ধার করা হয়। জামা-কাপড় দেখে সজিবের কঙ্কাল শনাক্ত করেন তার স্বজনরা।
গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। যেদিন তাকে অপহরণ করা হয়েছিলো ওই রাতেই সজিবকে হত্যা করা হয়েছে বলেও জানান এসআই সাদেকুজ্জামান।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরএস/জিপি