সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে তারাবাড়ি এলাকার এক বাসিন্দা বাংলানিউজকে জানান, তারাবাড়ি এলাকার কৃষক সিরাজুল ইসলামের মেয়ের সাথে একই এলাকার তুলা মিয়ার ছেলের সাথে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়।
আরিফুল ইসলাম একাদশ শ্রেণির ছাত্র। কনে ৬ষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার অপেক্ষায়। কোর্ট ম্যারেজের একদিন পরে মেয়ের বাড়িতে হানা দেয় সাটুরিয়া থানা পুলিশ। বিষয়টি টের পেয়ে অভিবাবকেরা সটকে পড়লে বাবার বাড়ি থেকে নববধূকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ৯৯৯ এ কল করে বাল্যবিয়ের বিষয়ে অভিযোগ করেন স্থানীয় কেউ। এরপর ৯৯৯ সংশ্লিষ্টরা থানা পুলিশকে বিষয়টি জানালে বর ও কনের পরিবারের সাথে যোগাযোগের জন্য পুলিশ অফিসার পাঠানো হয়।
কিন্তু বর ও কনের পরিবারের কাউকে না পেয়ে বাল্যবিয়ের শিকার ওই স্কুলছাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের অভিবাবকদের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমজেএফ