ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে যুব গেমস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কিশোরগঞ্জে যুব গেমস শুরু কিশোরগঞ্জে যুব গেমস শুরু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শুরু হয়েছে জেলা পর্যায়ের যুব গেমস প্রতিযোগিতা। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।  

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুন্নাহার হিরু।

যুব গেমসে সাতটি ডিসিপ্লিনে সেরা খেলোয়াড়রা ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া যুব গেমস এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কিশোরগঞ্জে যুব গেমসের সাঁতার এবং ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। শহরের খরমপট্টির সরকারি পুকুরপাড়ে হবে সাঁতার প্রতিযোগিতা। এছাড়া বালক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরাতন স্টেডিয়ামে এবং বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।