সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এরআগে, রাত সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যা থেকে নৌরুট এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১১টা থেকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তবে প্রায় আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় ছয় শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এনটি