মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের রেহাই সুরিবের গ্রাম (যমুনার চরাঞ্চল) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক বেপারীর বাড়ি উপজেলার চরনাটিপাড়ার গ্রামে।
নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিমল কুমার চাকি বাংলানিউজকে জানান,
রেহাই সুরিবের গ্রামের আবুল কাশেমের সঙ্গে গরুর ব্যবসা করতেন। সোমবার রাতে আব্দুর রাজ্জাককে নিজের বাড়িতে ডেকে আনেন আবুল কাশেম। সকালে আবুল কাশেমের বাড়ির পাশের একটি গাছে আব্দুর রাজ্জাকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে তাকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই