মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মাগুরার এক চালককে মারধর করে ফরিদপুরের শ্রমিকরা। এর প্রতিবাদে মাগুরার ওপর দিয়ে ফরিদপুর থেকে ছেড়ে আসা খুলনা, বেনাপোল ও কুষ্টিয়াগামী সরাসরি বাস সার্ভিস বন্ধ করে দেয় মাগুরার বিক্ষুব্ধ শ্রমিকরা।
এসময় তারা ওই গাড়িগুলোর যাত্রীদের মাগুরার মালিকানাধীন বিভিন্ন গাড়িতে তুলে দিয়ে ফরিদপুরের গাড়ি ফেরত পাঠিয়ে দেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মাগুরা থেকে দৌলতদিয়াঘাট পর্যন্ত যাত্রীদের জন্য কিছু বাস মাগুরা টার্মিনাল থেকে ছেড়ে যায়। সম্প্রতি ফরিদপুর বাস-মিনিবাস মালিক গ্রুপের সন্ত্রাসীরা গাড়িগুলোর শ্রমিকদের মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সকালে এসডি পরিবাহনের চালক আরজ আলীকে মারধর করে তার কাছ থেকে ৬ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এতে ক্ষুব্ধ মাগুরার শ্রমিকরা ফরিদপুরের মালিকানাধীন খুলনা, বেনাপোল ও কুষ্টিয়াগামী গাড়িগুলোকে মাগুরায় আটকে দেয়। ’
মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘ফরিদপুরের এক শ্রেণীর নেতাকর্মী মাগুরার শ্রমিকদের ওপর একের পর এক নির্যাতন করে আসছে। সকালে আমাদের এক শ্রমিককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ায় আমরা ফরিদপুরের গাড়ি আটকে দিতে বাধ্য হয়েছি। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে আমরা ফরিদপুরের কোনো গাড়ি মাগুরার ওপর দিয়ে বিভিন্ন রুটে সরাসরি যেতে দেব না। ’
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/