তিনি বলেন, শিক্ষিত নারী উদ্যোক্তারা কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর হতে পারবে। এতে করে সমাজে দারিদ্র্য বিমোচন ও আর্থিক স্বনির্ভরতা অর্জনেও তারা সহায়ক ভূমিকা রাখতে পারবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্মিত আইসিটি ল্যাবে নারী উদ্যোক্তাদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এ কর্মসূচিতে ২৯ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শেরপুর ও নেত্রকোণা জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
এর আগে জনপ্রশাসন সচিব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সৌন্দর্যবর্ধন করা পুকুরের উদ্বোধন করেন। সেখানে সুদৃশ্য একটি বাগান রয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘ডিসি গার্ডেন’। এক সময় ওই পুকুরটি ছিল ময়লা আবর্জনা ও জঙ্গলে পরিপূর্ণ। কিন্তু এখন সৌন্দর্যবর্ধনের ফলে মনোরম পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।
এছাড়া তিনি দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলা ভাষায় সাময়িক সাহিত্যের ইতিহাস রচনার পথিকৃৎ প্রয়াত শ্রী কেদারনাথ মজুমদার রচিত ‘ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ’ শীর্ষক দু’টি গ্রন্থের পুনর্মুদ্রণ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএএএম/আরআর/বিএস