ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গার্লস নট ব্রাইডস জোট বরিশাল-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সূচনা বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, নিবন্ধিত কাজী ছাড়া বিয়ে পড়ানো যাবে না। এজন্য আমরা প্রতিটি কাজীকে আইডি কার্ড বা পরিচয়পত্রের আওতায় আনার জন্য কাজ করছি। এছাড়া নোটারী পাবলিকের মাধ্যমে যে বিয়ে পড়ানো হয় তা আইনগত সিদ্ধ হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোর্তজা রেজা হারুন, বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় সমাজ সেবা, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় দুর্গম উপজেলার প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্যকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধের কাজে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আনা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
 এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।