মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পর্যটন হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
সভায় সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক দেবপ্রিয় চাকমা দ্বিভাষিক শিশুতোষ বইয়ের প্রয়োজনীয়তা ও সংগ্রহের উপায় বিষয়ে আলোচনা করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন- মানিকছড়ির সুভাশীষ বড়ুয়া, চাকমা ভাষা কমিটির সদস্য আনন্দ মোহন চাকমা, উন্নয়নকর্মী মো মো সে, মানিকছড়ির সহকারী শিক্ষা কর্মকর্তা জবরুত খান, রামগড় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিলিচিং মারমা, মানিকছড়ির এসএমসি সভাপতি জুলফিকার আলী, প্রধান শিক্ষক সন্দীপন চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/