মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেতকান্দি ফাজিল মাদ্রাসার সামনে তাকে আটক করা হয়। শামীম উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকশা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় শাটার গানসহ শামীমকে আটক করা হয়।
তিনি আরও জানান, শামীমের বড় ভাই সিরাজুল দীর্ঘদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের উপজেলাগুলোতে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন। বর্তমানে তিনি ডাকাতির মামলায় জেল হাজতে রয়েছেন। তারই ব্যবহৃত অবৈধ অস্ত্র নিয়ে শামীম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/