ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৪১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৪১

গাজীপুর: গাজীপুরে নারী পোশাক শ্রমিককে উত্যক্ত এবং চার যুবককে পিটিয়ে আহত করার পর একটি আবাসিক হোটেল থেকে ৪১ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা আবাসিক হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন এক নারী পোশাক শ্রমিক।

এ সময় ওই নারী শ্রমিককে উত্যক্ত করে শাপলা আবাসিক হোটেলের কয়েকজন স্টাফ। একপর্যায়ে পাশে দাঁড়িয়ে থাকা চার যুবক এর প্রতিবাদ করেন। পরে তাদেরকে মারধর করেন হোটেলের স্টাফরা।  

এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ওই হোটেলের সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাপলা আবাসিক হোটেল ম্যানেজারসহ ৪১ জন নারী পুরুষকে আটক করে।  

গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনার পর শাপলা আবাসিক হোটেল থেকে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭     
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।