ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএন‌সি‌সি’র ৫ লাখ শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ডিএন‌সি‌সি’র ৫ লাখ শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাপসুল ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাপসুল/ছ‌বি: ডিএইচ বাদল

ঢাকা: সারাদেশের মতো ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশন ডিএন‌সি‌সি এলাকায় ৫ বছরের নিচে সব শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন খাওয়ানো হবে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ডিএন‌সি‌সি সম্মেলন কক্ষে সংবাদমাধ্যম প্র‌তি‌নি‌ধিদের সঙ্গে মত‌বি‌নিময়কালে এ তথ্য জানান ডিএন‌সি‌‌সি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল জা‌কির হোসেন।

২৩ ডিসেম্বর (শ‌নিবার) সারাদেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর অংশ হিসেবে ডিএন‌সি‌সি'র ৫টি অঞ্চলের আওতাধীন ৩৬টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

এবার ৬ থেকে ১২ মাস বয়সী ৬৮ হাজার ৭৬৯ শিশু‌কে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে। পাশাপা‌শি ৪ লাখ ৬৭ হাজার ৭৭ জন ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

‌ডিএন‌সি‌সি'র ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মী ও প্রথম সা‌রির সুপারভাইজর ১৮৩ জন এবং দ্বিতীয় সা‌রির ১০৩ জন সুপারভাইজর সকাল ৮টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত একটানা ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলা‌দেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।