বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
রসূলপুর নাগরিক অধিকার সংগ্রাম কমিটির সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরের ৯নং ওয়ার্ডের রসূলপুরে সাড়ে পাঁচশত পরিবারের পাঁচ হাজার মানুষ বসবাস করেন। চার মাস ধরে তারা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছেন। সাত বছর পূর্বে রসূলপুর চরে একটি মিটারের মাধ্যমে বাণিজ্যিক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। পাঁচ হাজার মানুষ একটি মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারণে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দিতে হয় প্রায় ১৫ টাকা।
বক্তারা আরও বলেন, রসূলপুরের গরীব ভূমিহীন মানুষ ওই উচ্চমূল্যের বিদ্যুৎ বিল পরিশোধ করলেও মিটার মালিকদের দুর্নীতি ও বিল সংক্রান্ত জটিলতার কারণে গত আগস্ট মাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ।
সেই থেকে আজ অবদী রসূলপুর চরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। তাই অবিলম্বে রসূলপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে রসূলপুর চরে বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি বরিশাল জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএস/আরআইএস/