বুধবার (২০ ডিসেম্বর) রাত একটায় সাত মিনিটের মধ্যে পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা প্রকম্পিত হয় এবং আতঙ্কিত হন আবাসিক শিক্ষার্থীরা।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সোহেল রানা নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও ছাত্রলীগ কর্মী শাকিল আহম্মেদ সুমন গ্রুপের কর্মীদের মধ্যে দিনভর উত্তেজনা চলে। ধারণা করা হচ্ছে এ ঘটনার জের ধরেই রাতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওই হলে অবস্থানকারী ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি ঘুমে ছিলাম। সকালে উঠলে নেতাকর্মীরা আমাকে বিষয়টি অবগত করে। ’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘ ককটেল বিস্ফোরণের ঘটনা আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা খোঁজ নিয়ে দেখছি। ’
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ