ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সিপিবি-বাসদ ও বাম মোর্চার মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বগুড়ায় সিপিবি-বাসদ ও বাম মোর্চার মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সিবিপির জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাসদ নেতা (মার্কসবাদী) আমিনুল ইসলাম, আমিনুল ফরিদ, সাইফুজ্জামান টুটুল, সামছুল আলম দুদু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, নতুন করে ইহুদিবাদী ও ফিলিস্তিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতকে উস্কে দিয়েছে। এতে করে ফিলিস্তিনসহ সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।