তিনি বলেন, বৈষম্য নিরোধ আইন পাস হচ্ছে না বলেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়ার পরও হিজড়া জনগোষ্ঠীর ভোগান্তি কমছে না। সম্পত্তির অধিকার নিশ্চিত ও বঞ্চনা-নির্যাতনকারীদের শাস্তি দিতে হলে অবশ্যই এ আইন পাস করা জরুরি।
বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বন্ধু মিডিয়া ফেলোশিপ ২০১৭’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিকেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান, স্বাস্থ্য ও অধিকার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কাজ করছে এমন ১৩ জন সাংবাদিককে ‘জুলাই-ডিসেম্বর ২০১৭’ পর্যন্ত ছয় মাসের ফেলোশিপ ও পুরস্কার দেওয়া হয়।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের তৃতীয় লিঙ্গ ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বাস্থ্য, এইচআইভি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও মানবাধিকার নিয়ে ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বন্ধু বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দেশ-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এইচএমএস/এএ